ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠান আশুলিয়া হাজেরা খাতুন দাখিল মাদরাসাটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। মাদরাসাটির জমি দাতা মরহুমা হাজেরা খাতুন এবং প্রতিষ্ঠাতা মরহুম হোসেন গজনবী ।মাদরাসাটি অত্রাঞ্চলের সবচেয়ে আকর্ষনীয়  ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এবং দেশের স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শিশু  থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়।

ইসলামী বিধি-বিধান মেনে উন্নত শিক্ষার সুযোগ ও পরিবেশ নিশ্চিত করণ, শিক্ষার্থীদের যথার্থ জ্ঞান অর্জন ও দক্ষ মানব সম্পদে রূপান্তর, জীবন যাত্রার মানোন্নয়ন এবং উচ্চ শিক্ষার দিগন্ত উন্মোচন করা আমাদের মূল উদ্দেশ্য । তাছাড়া দক্ষ মানব সম্পদ , আকর্ষণীয় এবং উন্নত মানের শিক্ষার সুযোগ-সুবিধা সৃষ্টি করা, ইসলামী সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও নৈতিক শিক্ষা প্রদান করা । তথ্য প্রযুক্তির ব্যবহারে অভ্যস্ত করে শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তোলা। কারন-শিক্ষা বাংলাদেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। আশুলিয়া হাজেরা খাতুন দাখিল মাদরাসা শিক্ষার একটি আদর্শ ও আকর্ষণীয় কেন্দ্রে পরিনত চায়। আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার এমন সুযোগ-সুবিধা ও পরিবেশ সৃষ্টি হবে যাতে করে এই অঞ্চলের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণে ও শিক্ষা প্রতিষ্ঠানে আগমনে আগ্রহী হবে। ফলে এক দিকে যেমন শিক্ষার অধিকার নিশ্চিত হবে । অন্যদিকে ব্যক্তিত্বের বিকাশের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এবং উৎপাদনক্ষম সদস্যে পরিণত হবে।

আগামী প্রজন্ম হবে আত্মনির্ভরশীল, সুশিক্ষিত এবং তথ্য প্রযুক্তিতে দক্ষ এবং কর্মদ্যোগী । শিক্ষার্থীদের গৌরবোজ্জল অর্জন আশুলিয়া হাজেরা খাতুন দাখিল মাদরাসা কে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে আমাদের আগামী প্রজন্ম ।